ফেনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা গ্রহণ করলেই পাওয়া যাচ্ছে এক প্যাকেট বিস্কুট ও এক বোতল পানি। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী টিকাকেন্দ্রে দেড় হাজার ব্যক্তিকে টিকা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন জানান, প্রান্তিক জনপদের মানুষের মাঝে টিকা গ্রহণে ভীতি কাটিয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সকালেই এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। এ সময় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক যুবায়ের ইবনে খায়ের, বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা হয়।
ফেনী জেলায় দ্বিতীয় ধাপে প্রায় ৮০ হাজার ডোজ গণটিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ফেনী পৌরসভাসহ পাঁচটি পৌরসভায় ১০ হাজার ৮০০ ও ছয় উপজেলায় ৬৪ হাজার ৫০০ জনকে করোনা টিকা দেওয়া হচ্ছে।