• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬
ঈদ জামাত

প্রত্যেক ওয়ার্ডে ডিএনসিসির অনুদান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২২, ০২:৫৮ পিএম
প্রত্যেক ওয়ার্ডে ডিএনসিসির অনুদান

ঈদ জামাতের জন্য প্রত্যেক ওয়ার্ডে আর্থিক অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদগাহের প্যান্ডেল তৈরিতে ৩০ হাজার টাকা করে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

রোববার (২ মে) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, প্রতি ওয়ার্ডে ৫টি করে ঈদগাহের প্যান্ডেল নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, আর্থিক সহযোগিতার অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্তৃক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

Link copied!