• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

‘প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে বিএনপি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০৩:২৭ পিএম
‘প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে বিএনপি’

বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, “প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। তত্ত্বাবধাক সরকার আদালত ফয়সালা করবে, উচ্চ আদলতের সিদ্ধান্তে মিউজিয়ামে চলে গেছে।”

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত কালনা সেতু পরিদর্শনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মিয়ানমারের বিষয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

এ ব্যাপারে যাদের যেখানে দায়িত্ব দেওয়া দরকার, সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ যুদ্ধ চায় না শান্তি চায়।”

আগামী মাসের যেকোনো দিন কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “সেতু উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন, ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।”

পরে কালনা সেতু পরিদর্শন শেষে দুপুরে মন্ত্রী সড়কপথে ঢাকায় ফিরে যান। সকালে সড়কপথে কালনা সেতু পরিদর্শনে আসেন ওবায়দুল কাদের। এ সময় তিনি নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

Link copied!