• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পরীক্ষার ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৪:৪৭ পিএম
পরীক্ষার ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের দক্ষিণ মাদারটেকে পরীক্ষার ফল খারাপ হওয়ায় স্কুলের এক ছাত্র আত্মহত্যা করেছেন। তার নাম মো. শাহরিয়ার (১৬)। সে দশম শ্রেণির ছাত্র ছিলেন।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় এ ঘটনা ঘটে। পরে রাতেই তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহতের চাচা আজিজুল হক বলেন, ‍“শাহরিয়ার রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল। আগে লেখাপড়ায় অনেক ভালো ছিল। করোনার কারণে লেখাপড়া ভালোভাবে করতে পারেনি। এ জন্য তার কয়েকটা পরীক্ষার ফল খারাপ হয়েছে। ২০২২ সালে সে এসএসসি পরীক্ষা দেবে। এ নিয়ে হতাশায় গতকাল রাতে নিজ কক্ষে আত্মহত্যা করে সে।” 

আজিজুল হক আরো বলেন, “দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। তার বাবা মো. শিমুল ইলেকট্রিকের কাজ করেন।”

এ বিষয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, “খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।”

বিমল চন্দ্র আরো বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রি-টেস্ট পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফল খারাপ হয় তার। এ হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

Link copied!