• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

দিল্লি নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০২:৪১ পিএম
দিল্লি নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

ডাক্তার তৌহিদুজ্জমান বলেন, ‘‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নতি চিকিৎসা ও চেকআপের জন্য দিল্লি গেছেন।’’

তোফায়েল আহমেদে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তৌহিদুজ্জমান।

৭৭ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকেও নির্বাচিত হন তিনি।

Link copied!