প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশে আরও তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগর ও কক্সবাজারে ঈদগাঁও থানাকে উপজেলায় রূপান্তর করা হচ্ছে। নতুন ৩টি নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াচ্ছে ৪৯৫টি।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হচ্ছে। এদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা করা হচ্ছে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক উপজেলা। একটি উপজেলা গঠিত হয় কয়েকটি ইউনিয়ন মিলে।
নিকার প্রশাসনিক কোনো ইউনিট স্থাপন বা সংস্কারের জন্য দেশের সর্বোচ্চ ফোরাম। সরকার গঠনের পরই সাধারণত সরকারপ্রধানের নেতৃত্বে নিকার গঠন করা হয়। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় এই নিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগ, সিটি করপোরেশন, জেলা, উপজেলা, থানা, পুলিশ ফাঁড়ি এসব গঠন বা সংস্কারের জন্য এ কমিটির অনুমোদন বাধ্যতামূলক।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























