• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৫:২২ পিএম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১১৮ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকাতে ৮৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি হয়েছেন ৩২ জন।

এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৬৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১২২ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ২৮১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Link copied!