• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:১০ পিএম
ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

১৫ দফা দাবিতে ডাকা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দেশজুড়ে চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন।

সংস্থাটির সভাপতি তালুকদার মো. মনির এবং বাংলাদেশ কাভার্ড ভ্যান- ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুকবুল আহমদ এ ঘোষণা দেন। 

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তারা এ কথা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মুকবুল আহমদ, মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো.মনির, জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ, যুগ্ম সম্পাদক আরিফুল রহমান রুবেল, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা। 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। 

ওই দিন সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর আলম বলেছিলেন, “১৯ সেপ্টেম্বরের (রোববার) মধ্যে ১৫ দফা দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে আমাদের কর্মবিরতি সারাদেশে শুরু হবে। দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। দাবিগুলো বাস্তবায়ন হলে শ্রমিকদের আগামী ২০ বছর আর কোনো আন্দোলনে যেতে হবে না।” 


 

Link copied!