• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী ফিনল্যান্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২২, ০৫:১৮ পিএম
জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী ফিনল্যান্ড

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রন্ডে।

বুধবার (৮ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জাতিসংঘের সংস্থাগুলোতে রোহিঙ্গা ইস্যুতে তার দেশ কাজ করবে জানিয়ে জানিয়ে রিতভা কাউক্কু-রন্ডে বলেন, “বাংলাদেশ-ফিনল্যান্ডের বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি নকিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদার করা যেতে পারে।”

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগণ অনেক কষ্ট পাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা মিয়ানমার সীমান্তে কোনো ধরনের বিদ্রোহ মেনে নিব না।”

Link copied!