• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ১১:৫২ এএম
গ্যাস লিকেজে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্টি আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সকালে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর পাঁচ তলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যান। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা তারা চারজনই দগ্ধ হন। সাথে সাথে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আহতদের সবার অবস্থাই গুরুতর। তবে, কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে বলা যাবে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, বিস্ফোরণে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলা চালু করা ছিল। ফলে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। সে কারণেই দিয়াশলাই জ্বালানোয় বিস্ফোরণ হয়।

Link copied!