• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

খোলা থাকছে কাঁচাবাজার-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৩৫ পিএম
খোলা থাকছে কাঁচাবাজার-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৭ দিনব্যাপী কঠোর লকডাউনে খোলা থাকছে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান।

বুধবার (৩০ জুন) সকালে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায় মন্ত্রী পরিষদ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের জন্য এই কঠোর লকডাউন শুরু হবে। এই সময় কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়া শিল্পকারখানা ও আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে। করোনা টিকা প্রয়োগ চালু থাকবে। ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। অন্যদিকে মসজিদ খোলা রাখার বিষয়টিও ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার  ৬৬৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।

Link copied!