রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ রাব্বানী (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বানী যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁও ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাব্বানী পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।