• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কৃত্রিম পা লাগিয়ে হেরোইন পাচার, আটক ২


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১০:২৫ এএম
কৃত্রিম পা লাগিয়ে হেরোইন পাচার, আটক ২

অ্যাম্বুলেন্সে রোগী সেজে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।

আটক দুই আসামির মধ্যে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার বুলবুল এবং হেলপার আজিজুর রহমান। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে বলে জানা গেছে।

এ ব্যাপারে গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, চেকপোস্ট বসিয়ে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করা হয়। আসামিদের মধ্যে একজনের পা নেই এবং সারা শরীরে টিউমার। আসামির কৃত্রিম পায়ের মধ্যে থাকে ৪১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স, তিনটি মোবাইল সেট ও টাকা জব্দ করা হয়েছে। এ সম্পর্কিত আরও তদন্তকাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।

Link copied!