• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

কুড়িলে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৪:২৪ পিএম
কুড়িলে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল বারেক (৪৯) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকলাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারেক। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাকলাইন আরও জানান, নিহত বারেক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পাইকপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তিনি গুলশান টেকপাড়া এলাকায় থাকতেন। গুলশান এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

Link copied!