• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

করোনা কেড়ে নিল আরও ২৪৮ জনের প্রাণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৬:০০ পিএম
করোনা কেড়ে নিল আরও ২৪৮ জনের প্রাণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪৮ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের।

শুক্রবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৫০ জন এবং মোট সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৮০৭ জনের। তাদের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৯৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

Link copied!