গত ২৪ঘণ্টায় (১৫ জুলাই পর্যন্ত) দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। মৃত্যু হয়েছে ২২৬ জনের। ঢাকায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু রেকর্ড হয়েছে আজ।
দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। এ পর্যন্ত ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। এসময় ৪৪ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ছিল ২৭ দশমিক ২৩ শতাংশ। গত ১১ দিনের মধ্যে এটিই সর্বনিম্ন শনাক্তের হার।
এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন করোনা রোগী।
একই সময়ে ঢাকায় বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ৫২, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহীতে ২৪ জন ও রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।