• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৫:২৬ পিএম
করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন পুরুষ চারজন নারী। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব এক জন, পঞ্চাশোর্ধ্ব দুই জন ও ষাটোর্ধ্ব চার জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছে। বাকি বিভাগে কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ১২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

Link copied!