করোনা সংক্রমণ রোধে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (৩০ জুন) সকাল ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি অফিসসহ বেশ কিছু জিনিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যা অমান্য করলে শাস্তি দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। কঠোর লকডাউনে যা বন্ধ থাকবে।
- সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।
- সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
- শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।
- সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
- জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহাত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের বেধে দেওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।