রাজধানীতে এডিস মশা নিধনে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ৭টি মামলায় এ সময় ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩টি মামলায় ১৫ হাজার টাকা এবং ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এভাবে মোট ৭টি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ৮৫ হাজার টাকা।