সাভারের আশুলিয়ায় রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ অক্টোবর) রাতে আশুলিয়ার রস্তমপুর এলাকায় নারায়ণ চন্দ্র সাহার বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে।
সোমবার (১১ অক্টোবর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুল রাসেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রস্তমপুর পূজা কমিটির সভাপতি অজিত কুমার সাহা জানান, হঠাৎ রাতে মন্দিরে প্রতিমাতে ভাঙন দেখা যায়। কে বা কারা পূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভেঙেছে তা দেখা যায়নি। তবে প্রতিমা সংস্কার করে পূজা করা হচ্ছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুল রাসেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন। নিরাপত্তার জন্য পুলিশের মোবাইল টিমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা নিয়োজিত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।