• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬
ইউপি নির্বাচন

ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা আগামী সপ্তাহে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৯:৩১ পিএম
ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা আগামী সপ্তাহে
ছবি: সংগৃহীত

সারা দেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ১৯ ডিসেম্বর হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা। 

ইসি সংশ্লিষ্টরা জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় চলতি সপ্তাহে কমিশন সভা হবে না। তাই আগামী সপ্তাহের রোববার (১৯ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। 

কর্মকর্তারা জানান, এ পর্যন্ত পাঁচ ধাপে ইউপি ভোটের তফসিল দিয়েছে ইসি। ষষ্ঠ ধাপে নির্বাচন উপযোগী বাকি সবগুলো ইউপির ভোটের তফসিল দেবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপি’র মধ্যে এরইমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। 

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি। বাকি কিছু ইউপিতে মামলাসহ বিভিন্ন কারণে এখনি নেওয়া বা তফসিল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মামলা বা অন্যান্য সমস্যা নেই এমন সাড়ে তিনশ ইউপি ও দুটি পৌরসভার তফসিল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।
 

Link copied!