• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

বিজয় । ফরিদা ইয়াসমিন সুমি


ফরিদা ইয়াসমিন সুমি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:২২ পিএম
বিজয় । ফরিদা ইয়াসমিন সুমি

বিজয় তুমি রক্তকরবী ফুল
গাছের শাখায় অতি আদরের
গান গাওয়া বুলবুল। 
বিজয় তুমি ছিনিয়ে আনা রাঙা সূর্য 
পৌষপার্বণে হাসিমাখা জয়-তূর্য।
বিজয় তুমি পদ্মা মেঘনা যমুনা
বিশ্বের বুকে মহিমান্বিত নমুনা।
বিজয় তুমি পাল তুলে চলা নৌকা 
ভালোবাসা শুষে বেঁচে থাকা জলৌকা।
বিজয় তুমি রিনিকঝিনিক বরিষণ 
প্রেমের মাঝে মেলে তোমার অন্বেষণ। 
বিজয় তুমি আকাশ-জোড়া লালিমা
লাল-সবুজে মুছে দেয়া সব কালিমা।
বিজয় তুমি ঢেউয়ের জলের সন্তরণ 
দিগ্বিজয়ী উচ্চারণের উত্তরণ।
বিজয় তুমি শাঁখ বাজানো কল্যাণী
সার্বভৌম অমরত্বের অগ্রণী। 
বিজয় তুমি আঁধার রাতের হাজার তারা
মুক্তিদাত্রী, ভেঙে দিয়ে সব বন্ধ কারা।
বিজয় তুমি বুনোফুলে ছাওয়া মিষ্টিমধুর ঘ্রাণ 
অঘ্রান-দিনে ফসলের মাঠে পাকা সোনালি ধান।
বিজয় তুমি বঙ্গবন্ধুর চিরভাস্বর ভাষণ
তর্জনীতে থেমে যাওয়া সব অনাচারের প্লাবন।
বিজয় তুমি শেখ হাসিনার অনবদ্য অঙ্গীকার 
বাঙালিকে বাঁধে এমন আছে এ তল্লাটে সাহস কার?
বিজয় তুমি বঙ্গমাতা সবার প্রিয় ফজিলাতুন্নেছা
গেঁথেছো যেন আমরা বাঙালি সকলে এক সদিচ্ছা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!