জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে প্রতিপাদ্য করে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি গোলাম কুদ্দুস।
এতে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আবৃত্তি সমন্বয় পরিষদের সম্পাদক আহকাম উল্লাহ, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী প্রমুখ।
এবারে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব চলবে ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত। ১২ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নাটক, মূকাভিনয়, আবৃত্তি, সংগীত, চারুকলা, অভিনয় ও গান।
আসাদুজ্জামান নূর বলেন, “সাংস্কৃতিক জগতে যে মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের শূন্যস্থান পূরণ করা অসম্ভব।”