• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সুতি শাড়ি কড়কড়ে রাখতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০১:৩৮ পিএম
সুতি শাড়ি কড়কড়ে রাখতে যা করবেন

সুতির শাড়িই বেশিরভাগ নারীদের পছন্দ। কিন্তু এক দুইবার পরার পরে এগুলো নরম হয়ে ও পরলে গায়ের সঙ্গে লেপ্টে থাকে। তখন খুব বিরক্ত লাগে। শাড়ি নরম হলে কড়কড়ে করার কিছু উপায় আছে। চলুন সেগুলো জেনে নিই-

  • গরম পানিতে ময়দা ভালো করে ফুটিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। শাড়িতে কতটা মাড় চান সেই অনুযায়ী মিশ্রণ ঘন করবেন। ঠান্ডা হলে মাড়ের মতো ব্যবহার করুন শাড়িতে। কড়া রোদে শুকিয়ে নিন ময়দার মিশ্রণ দেওয়া শাড়ি।
  • খোসা ছাড়িয়ে আলুর সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে আলুগুলো উঠিয়ে পানি আলাদা করে ফেলুন। পানি ঠান্ডা হলে সেগুলো মাড় হিসেবে ব্যবহার করুন। শেষে কড়া রোদে শুকিয়ে নেবেন শাড়ি।
  • ২ কাপ পানির সঙ্গে ১ টেবিল চামচ কর্নস্টার্চ মিশিয়ে নিন। ভালো করে পাউডার মিশে না হওয়া পর্যন্ত চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার সেই পানি একটি স্প্রে বোতলে ঢেলে দিন। কাপড় ধোয়া শেষে মিশ্রণটি শাড়িতে স্প্রে করে দিন। তবে গাঢ় রঙের পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন সাদা দাগ লেগে না যায়।
  • ১ কাপ পানিতে ১ টেবিল চামচ কর্নস্টার্চ, ১ টেবিল চামচ সাদা ময়দা এবং ১০ টেবিল চামচ টেবিল সল্ট নিন। এবার এই মিশ্রণটি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে শাড়ি এই মন্ডে চুবিয়ে ভালো করে পানি ঝরিয়ে শুকাতে দিন।
Link copied!