লিপস্টিক ছাড়া নারীর সাজ একেবারেই অসম্পূর্ণ। অনেকের আবার ধারণা, ঠোঁটে প্রতিদিন লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যায়। তবে চিকিৎসকরা বলছেন, কিছু কিছু লিপস্টিকে রাসায়নিক থাকার কারণে যা ঠোঁটের ক্ষতিও করতে পারে।
তবে সব লিপস্টিকের ক্ষেত্রে নয়। লিপস্টিক দিলে কার ঠোঁটে ক্ষতি হবে, তা অনেকটাই নির্ভর করে যিনি ব্যবহার করছেন তার ঠোঁটের স্বাস্থ্যের ওপর।
শুষ্ক, ফাটা ঠোঁটের ওপর রাসায়নিকযুক্ত গাঢ় রঙের লিপস্টিক লাগালে ক্ষতির ঝুঁকি থাকে। যদিও বেশ কিছু লিপস্টিকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল, বিভিন্ন ধরনের বাদাম থেকে প্রস্তুত মাখন থাকে।
এসব উপাদান ঠোঁটে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
দেখা যায় অনেকেরই ত্বক ভীষণ স্পর্শকাতর। এ কারণে সামান্য কোনো রাসায়নিক থেকেও অ্যালার্জি হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই লিপস্টিক ব্যবহার করলে তা নামি ব্রান্ডেরই হওয়া উচিত।
গাঢ় রঙের লিপস্টিক দীর্ঘদিন ঠোঁটে মাখার পর কালচে ছোপ পড়তেই পারে। তবে সকলের ক্ষেত্রে এরকম নাও হতে পারে । অনেক সময় শারীরিক কারণেও ঠোঁটে কালচে ছোপ পড়তে পারে।
আবার সূর্যের অতি বেগুনি রশ্মিও ঠোঁটের ক্ষতি করতে পারে।