• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ঘূর্ণিঝড় শুরু হলে করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০২:১৫ পিএম
ঘূর্ণিঝড় শুরু হলে করণীয়
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘দানা’ ঘনিভূত হচ্ছে, সন্ধ্যার মধ্যে আচড়ে পড়বে আশপাশ এলাকা। আর সেজন্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এমনকি ঘূর্ণিঝড়ের সময়ও কিছু প্রস্তুতি নিতে হবে। কারণ গত কয়েকটি ঘূর্ণিঝড়ের পরিস্থতি দেখে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারটি এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। আবার ঘূর্ণিঝড় শুরু হলেও আমাদের কিছু করণীয় আছে। যেমন-  

  • ঘূর্ণিঝড়ের সময় যদি বাইরে বা রাস্তায় থাকেন তাহলে ঝড়ো হাওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শপিং মল, মসজিদ, স্কুল বা যেকোনো বিল্ডিং এ আশ্রয় নিন। কোনোভাবেই খোলা আকাশের নিচে থাকা যাবে না।
  • ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নেবে না।
  • এসময় ভাঙা বৈদ্যুতিক খুঁটি বা তার ও আশেপাশের জলাবদ্ধতা এড়িয়ে চলুন।
  • খড়ের ঘর, কাঁচা বাড়ি বা দুর্বল পাকা বাড়িতে থাকবেন না।
  • বাড়িতে থাকলে ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ে বিদ্যুৎ এবং গ্যাসের মেইন লাইন অফ করে দিন। গ্রামঞ্চল হলে বিদ্যুতের মেইন লাইন অফ করে দিন।
  • বাড়িতে ধারালো কোন কিছু রাখবেন না। কাগজপত্র বা জরুরি কিছু থাকলে তা সংরক্ষিত রাখার ব্যবস্থা করুন।
  • মোবাইল ফোনে কথা বলে নেটওয়ার্ক ব্যস্ত না রেখে সরাসরি এসএমএস ব্যবহার করে পরস্পরের খোঁজ নেওয়ার চেষ্টা করুন।
  • দরজা জানালা বন্ধ রাখুন। কারণ দরজা বা জানালা খোলা থাকলে ঝড়ো হাওয়ায় বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে পারে।
  • হাতের কাছে পর্যাপ্ত মোমবাতি, গ্যাস লাইট ইত্যাদি রাখুন।
  • খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া যাবে না। বের হলেও এমন জুতা পরুন যেটা বিদ্যুৎ কুপরিবাহী।
  • রেডিও, টিভি বা সংবাদপত্রের মাধ্যমে ঘূণিঝড়ের সংবাদ জানার চেষ্টা করুন।
Link copied!