• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের দিন কনে লাল শাড়ি পরে যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:১৬ পিএম
বিয়ের দিন কনে লাল শাড়ি পরে যে কারণে
ছবি : সংগৃহীত

বিয়ের দিন সাধারণত কনে লাল শাড়ি পরেন। উপমহাদেশীয় অঞ্চলে যুগ যুগ ধরেই এই রংটিকেই বিয়ের শাড়ির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিয়ের দিনে লাল রঙের শাড়িতে মোহনীয় ও সবার চেয়ে আলাদা করে তোলে কনেকে। 

যদিও এখন অন্য রঙের শাড়িও নববধূকে পরানো হয় কিন্তু সেটাও কম। বিয়ের দিন অন্য রঙের শাড়ি পরলেও নববধূরা বিয়ের অন্য যেকোনো অনুষ্ঠানে হলেও লাল শাড়ি বেছে নেয়।  জানেন কী, মেয়েরা বিয়ের দিন কেন লাল শাড়ি পরে? চলুন জেনে নেই-

লাল রং‌-কে বিপ্লবের রঙ বলা হয়। যা ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। যে কোনও রঙের চেয়ে লাল রঙ একটু বেশি চমকপ্রদ ও উজ্জ্বল। যেহেতু বিয়ের দিন সবার আকর্ষণ থাকে কনের দিকে তাই কনেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে লাল রঙ বেছে নেওয়া হয়।

আবার লাল রং ভালোবাসা ও যৌবনের প্রতীক। যেহেতু বিয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাই বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। এছাড়া লাল শুভ রং তাই বিয়ের মতো অনুষ্ঠানে লাল রঙের প্রাধান্য পাওয়া যায়।

Link copied!