• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সুখী হতে যেমন পুরুষকে বিয়ে করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:০৬ পিএম
সুখী হতে যেমন পুরুষকে বিয়ে করবেন
ছবি : সংগৃহীত

উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার অধিকারী পুরুষ বিয়ে করলে সুখী হবেন, বলছে গবেষণ। অর্থাৎ উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষেরা সঙ্গীর ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল। যার ফলে তাদের দাম্পত্যসঙ্গী হলে দাম্পত্য জীবনে সফল আর সুখী হওয়ার সম্ভাবন বেশি থাকে।

যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মনোবিদ গেভিন ভ্যান্সের নেতৃত্বে এক গবেষণা হয়। গবেষণা শেষে ‘পারসোনালিটি অ্যান্ড ইনডিভিজ্যুয়াল ডিফারেন্সেস’ জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষণায় দেখা যায়, যেসব পুরুষ উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার অধিকারী, তাঁদের দাম্পত্য জীবনে সফল আর সুখী হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এসব পুরুষ সঠিক মানুষকেই তার দাম্পত্যসঙ্গী হিসেবে বেছে নিতে পারে।

গেভিন ভ্যান্সের দল এই গবেষণা করতে ১৮ থেকে ৬৫ বছর বয়সী ২০২ জন পুরুষের ওপর জরিপ চালান। জরিপে পুরুষের বুদ্ধিমত্তা যাচাইয়ের ক্ষেত্রে মানসিক দক্ষতা, যৌক্তিক বিশ্লেষণ ও রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের জীবনঘনিষ্ঠ সমস্যা সমাধানের দক্ষতা প্রাধান্য পেয়েছে।

বুদ্ধিমান মানেই যে সব কিছুতে সে সবসময় সফল সেটা না-ও হতে পারে। আবেগীয় বুদ্ধিমান মানে এখানে গুরুত্বপূর্ণ নৈতিকতা, যুক্তি খণ্ডন করে সমাধানে পৌঁছানোর দক্ষতা, শক্তিশালী সম্পর্কের ভিত গড়তে আবেগীয় সমর্থন দেওয়ার ক্ষমতা, ইতিবাচক মানসিকতা, যোগাযোগে দক্ষতা, সমানুভূতি ও সহানুভূতিশীলতা ইত্যাদি বিষয়।

এছাড়া গবেষণা থেকে আরও জানা যায়, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষেরা তাদের রোমান্টিক সম্পর্কে সুখী ও সন্তুষ্ট। তারা খুব কমই তাদের দাম্পত্যসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চান। এ ধরণের পুরুষ যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সঙ্গীর সঙ্গে আলোচনা করেন। তারা তাদের সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা না করে একসঙ্গে বেড়ে ওঠেন। তারা সবসময় সঙ্গীকে দেওয়া কথা বা প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে অনড় থাকেন। এমনকি তারা দায়িত্বশীল হয় খুব। যার কারণে তারা সুখী হয়।

Link copied!