• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

মাত্র ৪টি উপাদানে বানিয়ে ফেলুন ভেষজ দাঁতের মাজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০১:৫১ পিএম
মাত্র ৪টি উপাদানে বানিয়ে ফেলুন ভেষজ দাঁতের মাজন

আগেরকার দিনে একটা সময় ছিল দাঁতের ভালো মানের গুঁড়া মাজন পাওয়া যেত। কিন্তু এখন তো মাজনের মধ্যেও নানা রকম রাসায়নিক মিশিয়ে দেয়। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এই সমস্ত পেস্ট ব্যবহারের ফলে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে। তাই সচেতন মানুষেরা ভেষজ মাজনের ওপরেই ভরসা রাখেন। আপনি চাইলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এই মাজন। চলুন জেনে নিই-
 

যা যা লাগবে

  • বেকিং সোডা ৪ টেবিল চামচ
  • নারকেল তেল ২ টেবিল চামচ
  • পেপারমিন্ট অয়েল ১০ থেকে ১৫ ফোঁটা
  • লবণ এক চিমটি

যেভাবে বানাবেন
প্রথমে ছোট একটি বাটিতে বেকিং সোডা এবং লবণ ভালো করে মিশিয়ে নিন। এরপর নারকেল তেল ভালো করে মিশিয়ে তাতে পেপারমিন্ট অয়েল দিয়ে দিনন কয়েক ফোঁটা। এবার পেস্টের মতো ঘনত্ব না হলে আরও একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এবার এগুলো কাচের বোতলে বা ভালো কোনো বাক্সে ভরে ফ্রিজে রেখে দিন। দিনে দুইবার এই মিশ্রণ দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন।

Link copied!