• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইনজীবীর ফি মুরগি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৫:২৪ পিএম
আইনজীবীর ফি মুরগি

পাকিস্তানের লাহোরের বাসিন্দা মহসিন আব্বাস পুলিশের কাছে আটক হন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিচার চলছে। কিন্তু তার পরিবারের কাছে আইনি লড়াই চালানোর মতো টাকা নেই। তারপরে দরিদ্র এই পরিবার এক আইনজীবীকে মহসিনের পক্ষে লড়তে ঠিক করেন। পরে তাকে ফি হিসেবে দেন একটি মুরগি।  
বৃহস্পতিবার (১৭ আগস্ট) লাহোরের সন্ত্রাসবাদ-বিরোধী আদালতে এমন দৃশ্য দেখা গেছে বলে শুক্রবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম দ্য নিউজ। 

মহসিন আব্বাসের আইনজীবী জানান, মহসিন আব্বাসকে পুলিশ পাত্তোকি থেকে আটক করে। তিনি অভিযোগ করেন, পুলিশ মহসিনের কাছে ২৫ হাজার রুপি ঘুষ দাবি করে। মহসিনের পরিবার পুলিশকে তাদের চাহিদামতো টাকা দেয়। কিন্তু টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে লাহোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার লাহোরের আদালতে মহসিন আব্বাসের জামিনের শুনানি ছিলো। শুনানির পর একটি বাচ্চা ছেলে মহসিনের পক্ষে লড়াই করা আইনজীবীকে ফি হিসেবে একটি মুরগি দেন।  
জানা যায়, ছেলেটি মহসিনের ভাইয়ের ছেলে। ছেলেটিকে মহসিন লালন-পালন করেন। আর সেই বাচ্চা ছেলে মুরগিটি পালন করেছে।

মহসিনের আইনজীবী দাবি করেন, মহসিন যে নির্দোষ এ ব্যাপারে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে।

Link copied!