• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চুল পড়া রোধে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৫:১৯ পিএম
চুল পড়া রোধে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন?

বহুগুণে ভরা অ্যালোভেরা দিয়ে রোধ করুন চুল পড়ার সমস্যা। অ্যালোভেরা ভিটামিন এ, সি, বি, এফ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ। এটি ত্বকের যত্ন থেকে চুলের যত্ন সবখানেই সমান কাজে আসে। হাতের কাছে অ্যালোভেরা পাওয়া না গেলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চুল পড়া রোধ করতে কীভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন-

  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি যেমন চুল পড়া বন্ধ করবে, তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করবে।
  • আধা কাপ গ্রিনটির সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুলের গোড়া মজবুত হবে।
  • ১ টেবিল চামচ আপেলের ভিনেগারের সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। প্যাকটি ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন শ্যাম্পু করার আগে।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।
  • সমপরিমাণ নারকেলের তেল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 
Link copied!