• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চায়ের কাপ থেকে দাগ তোলার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৬:২২ পিএম
চায়ের কাপ থেকে দাগ তোলার উপায়

চায়ের কাপে লালচে দাগ থাকলে দেখতেও যেমন ভালো লাগে না তেমনি খেতেও কেমন যেন অস্বস্তি কাজ করে। আবার এ ধরনের দাগ একবার স্থায়ী হয়ে গেলে সহজে উঠতেও চায় না। তাছাড়া দাগযুক্ত কাপ অতিথিদের সামনে দেওয়া যায় না তাহলে চলুন আজ জেনে নেবো চায়ের কাপ থেকে দাগ দূর করার কিছু কার্যকরী উপায়-

  • কাপ বা মগে লালচে দাগ পড়ে গেলে পরিষ্কার করতে ভিনেগারের সাহায্য নিন। পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে ফুটিয়ে নিন। তারপর ভিনেগারের মিশ্রণটি দিয়ে কাপগুলো পরিষ্কার করে নিন। 
  • লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। দাগযুক্ত কাপে মিশ্রণটি মাখিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর ঘষে ধুয়ে ফেলুন।
  • কাপ থেকে চা-কফির দাগ তুলতে হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কাপ পরিষ্কার করে নিন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।  
  • কাপে দাগ যেন বসে না যায় সেজন্য শুরু থেকেই সচেতন থাকার হবে। ব্যবহারে পরে তরল সাবান দিয়ে কাপ ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। এভাবে কাপ ভিজিয়ে রেখে পরিষ্কার করলে দাগ পড়বে না। 
  • বাসন পরিষ্কার করার তরল সাবানে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চায়ের কাপে লাগিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। এরপর স্পঞ্জ দিয়ে ঘষে নিন। দাগ কাপ উঠে যাবে।
Link copied!