• ঢাকা
  • রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানি ১৪৪৬

সকালে চটজলদি তৈরি হবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০২:০৪ পিএম
সকালে চটজলদি তৈরি হবেন যেভাবে
ছবি : সংগৃহীত

কর্মজীবী মানুষদের জন্য সকালটা খুব গুরুত্বপূর্ণ। সকালে নানান কাজ থাকে। আবার অফিস যাওয়ার তাড়া থাকে। বিশেষ করে রাজধানীতে যাদের বাস তাদের জন্য সকালের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাসা থেকে বের হতে কয়েক মিনিট দেরি হলেই পড়তে হয় যানজটের দুর্ভোগে। ফলে অফিসে পৌঁছাতে সময়ও লাগে বেশি। তাই সকালে প্রতিটা কর্মজীবী মানুষকে দ্রুত তৈরি হতে হয়। কিন্তু নানান কাজের চাপে সেটা সম্ভব হয়ে উঠে না। তবে কিছু বিষয় খেয়াল রাখলে সকালে চটজলদি তৈরি হওয়া সম্ভব। চলুন জেনে নেই, সকালে দ্রুত তৈরি হতে কী কী করবেন-

পরিকল্পনা করুন
পরের দিন সকালে কী কী কাজ করতে হবে তার তালিকা করুন আগে। সকালে তালিকা অনুযায়ী কাজ শুরু করুন। গুছিয়ে কাজ করলে তাড়াতাড়ি কাজ করা সম্ভব।

প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখুন
সকালে অফিসে যাওয়ার সময় পরবেন, সেগুলো আগের রাতেই গুছিয়ে রাখুন। জামা কাপড় যদি ইস্ত্রি করার দরকার হয় সেটা রাতেই ঘুমাতে যাওয়ার আগে ইস্ত্রি করে রাখতে পারেন। এক জায়গায় সেই পোশাক গুছিয়ে রাখুন। যদি জামা কাপড়েরর সঙ্গে মিলিয়ে ব্যাগ বা জুতা পরার অভ্যাস থাকে তাহলে সেগুলোও গুছিয়ে একজায়গা রেখে দিন।

টিফিনে যা খাবেন তা ঠিক করুন
অফিসে টিফিন নিয়ে গেলে এবং সন্তান থাকলে সে যদি স্কুলে খাবার নিয়ে যায় তাহলে কী নেবে সেগুলো আগেই ঠিক করে রাখুন। সকালে চটজলদি তৈরি করে ব্যাগে নিয়ে নিন। তবে যদি সকালে রান্না বেশি থাকে তাহলে রাতেই কিছু কাজ এগিয়ে রাখতে পারেন। এতে সকালের চাপ কিছুটা কমবে।

মেকআপের টুকিটাকি ঠিক করে রাখুন আগেই
সকালে দ্রুত তৈরি হতে চাইলে প্রয়োজনীয় মেকআপের টুকিটাকি জিনিস সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিম, লিপস্টিক গুছিয়ে রাখুন। এতে সকালে খুব দ্রুত তৈরি হওয়া যাবে। 

Link copied!