গাজরে রয়েছে ভিটামিন এ। আর ভিটামিন ই ত্বকের জন্যই সবচেয়ে উপযুক্ত উপাদান। ভিটামিন ই ব্রণ কমায়, ত্বকের আর্দ্রতা বজায় রেখে ক্ষতিগ্রস্ত ত্বককে দ্রুত সারিয়ে তোলে। গাজর দিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করলে এর কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব। চলুন তাহলে জেনে নিই গাজর দিয়ে ফেসপ্যাক বানানোর কিছু নিয়ম-
- এক চামচ মধুর সঙ্গে আধা কাপ গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে এরপর তাতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- আধা কাপ গাজরের পেস্ট এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- আধা কাপ ভাতের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- টক দইয়ের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে দিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- দুই চামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়ে সঙ্গে গাজরের পেস্ট ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।