• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২,

স্বামী হিসেবে কেমন পুরুষ পছন্দ মেয়েদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৫:১২ পিএম
স্বামী হিসেবে কেমন পুরুষ পছন্দ মেয়েদের

স্বামী বা স্ত্রী সংসার দুজনের। দুইটি আলাদা মানুষ তাই ভিন্ন ভিন্ন স্বভাব, চাহিদার ভেতরও বিশেষ কিছু প্রত্যাশ্যা থাকে দুজনের। চলুন আজ জেনে নিই স্বামীর মধ্যে কোন কোন গুণ থাকলে তবেই স্বস্তিবোধ করের স্ত্রী—

  • যে পুরুষ তার স্ত্রী বা প্রেমিকার আত্মসম্মান বজায় রাখে ও কোনো অবস্থাতেই আঘাত পেতে দেয় না, তিনি জীবনসঙ্গী হিসেবে সেরা।
  • সমাজে এখনো সংসারের কর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বামীকেই বিবেচনা করা হয়। তবে ভালো মনের পুরুষরা কখনো স্বামী বা স্ত্রীর গ্রহণযোগ্যতাকে আলাদা করে দেখেন না।
  • সম্পর্কের ক্ষেত্রে সততা খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন পুরুষ যদি তার সঙ্গীর প্রতি সৎ থাকেন, তাহলে জীবনসঙ্গী হওয়ার জন্য তিনিই উপযুক্ত পছন্দ।
  • ‘‘তুমিও পারো’’ বা ‘‘তুমিই পারবে’’ কথাটি বলার জন্য হলেও একজনের প্রয়োজন হয়। আর সে যদি হয় আপনার প্রেমিক পুরুষ তাহলে তো আর কথা নেই।
  • যে পুরুষ তার সঙ্গীর প্রতিটি কাজকে সম্মান করে ও অনুপ্রাণিত করে তিনিই জীবনসঙ্গী হিসেবে সেরা। আর এ ধরনের পুরুষ স্বামী হিসেবেও সেরা হন।
  • বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে এমন পুরুষকে সবাই ভালোবাসে।  তাই এই গুণটি বাড়ানোর দিকে নজর দিতে হবে। তাহলেই সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন পূরণ হবে।
Link copied!