• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

ছবি দেখে নিজের বুদ্ধিমত্তা যাচাই করুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০২:১৯ পিএম
ছবি দেখে নিজের বুদ্ধিমত্তা যাচাই করুন

শিশুদের বুদ্ধিদীপ্ত করে তুলতে নানা জটিল ধাঁধার সমাধান করতে দেওয়া হয়। বলা হয়, এর ফলে মানুষের বুদ্ধি খোলে। আসলে মস্তিষ্কের কাজ যেমন বুদ্ধিমত্তা বাড়ায় তেমনই মাথা খাটিয়ে সঠিক উত্তর খোঁজার মধ্যে একটা মজাও আছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলের ছবি আর তার পাশে কিছু সাংকেতিক চিহ্ন। যার মধ্যে রয়েছে ইংরেজির R বর্ণ ও একটি আগুনের ইমোজি। এই দুইয়ের মাঝে একটি যোগ চিহ্ন।
এবার আপনার কাজ হল ছবি দেখেই মাথা খাটিয়ে বলে ফেলতে হবে ছেলেটির নাম কী। অনেক চালাক মানুষ ইতিমধ্যেই ফেল করেছেন সঠিক উত্তরটি খুঁজে বার করতে। এবার কিন্তু আপনার উত্তরে বোঝা যাবে আপনি কতটা বুদ্ধিমান।

আরও একবার ভালো করে দেখুন ছবিটি। ছেলেটির পাশে রয়েছে ইংরেজি R লেটার যার পাশে রয়েছে আগুন যার অর্থ এখানে HEAT ধরা হয়েছে। অতএব দুই চিহ্ন মিলিয়ে দাঁড়ায় R + Heat = Rohit। অর্থাৎ ছেলেটির নাম রোহিত।

 

সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন রেখে দাবি করা হয়েছে মাত্র ১ শতাংশ মানুষ এর সঠিক উত্তর দিতে পেরেছেন। 

Link copied!