• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নাইটক্রিম তৈরি করুন নিজের হাতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৫:৪০ পিএম
নাইটক্রিম তৈরি করুন নিজের হাতে

অযত্নে ধীরে ধীরে উজ্জ্বলতা হারাতে থাকা ত্বকে সজীবতা ফেরানো জরুরি। কিন্তু তার জন্য বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে বাজারচলতি নাইট ক্রিম ব্যবহার করেন। কিন্তু নাইটক্রিমেও নানা রাসায়নিক উপাদানের ছোঁয়া থাকতে পারে। এজন্য রাত্রিকালীন রূপচর্চায় ভরসা রাখতে পারেন বাড়িতে তৈরি নাইটক্রিমে।

যেভাবে বানাবেন

  • অলিভ অয়েল ও নারকেল তেলের মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখতে পারেন। ত্বক কোমল ও মসৃণ হবে।
  • এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ ল্যাভেন্ডার অয়েল আর দু’ফোঁটা প্রিমরোজ অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে মাখুন। এতে ত্বক টানটান ও উজ্জ্বল হবে।
  • গ্রিন টি এবং হোয়াইট টি, দু’টিতেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট আছে। এসব উপাদান ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। গোলাপের পাপড়ি, কাঠবাদাম তেল, নারকেল তেল এবং আরও  দু’রকম চা একটি পাত্রে পানিতে ফুটিয়ে তাতে আরও একটি কাচের পাত্রে রেখে ফুটিয়ে নিলেই তৈরি হবে নাইটক্রিম।
Link copied!