মোহাম্মদ আলী। ৭২ বছর বয়স তার। চট্টগ্রাম থেকে এসেছেন তিনি। ঠিকমতো কথা বলতে পারেন না। তবু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে ইজতেমার এসেছেন।
সংবাদ প্রকাশ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মোহাম্মদ আলীর। তিনি বলেন, “শরীর নিয়ে চলতে পারি না। মুখ দিয়ে ঠিকমতো কথাও আসে না এখন। তবু ইজতেমার মাঠে আসি আমি। একটাই কারণ মহান আল্লাহ তায়ালার কাছে নিজের গুনাহ মাফের আশায়।”
তিনি আরও বলেন, “নিশ্বাস যত দিন আছে, তত দিন ইজতেমায় আসব।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এবারের ইজতেমার পরিবেশ অনেক ভালো। নিরাপত্তা নিয়েও আমাদের কোনো দ্বিমত নেই।”




















-20251029103315.jpeg)


















