কলার দাম কোটি টাকা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। অবাক হওয়ার মতোই একটি ঘটনা। একটি হলুদ রঙের পাকা কলা কোটি কোটি টাকা দামে বিক্রি হচ্ছে।
কিন্তু কেন এতো দাম কলার? কী আছে তাতে?
কলাটির দাম এতো হওয়ার পেছনে দায়ী কারণ এটি একটি শিল্পকর্ম। দেখা যায়, সাদা রঙের দেয়ালে রুপালি রঙের টেপ দিয়ে একটি পাকা কলা আটকানো। সত্যিকার অর্থেই একটি পাকা কলা। এই শিল্প-কলার নাম দেওয়া হয়েছে ‘কমেডিয়ান’। তৈরি করেছেন ইতালির শিল্পী মাউরিজিও কাতেলান।
তবে এই শিল্প-কলাটির দাম এতো বেশি হওয়ার পেছনে একটি ঘটনা আছে। কলা দিয়ে তৈরি এই শিল্পটি প্রথমে ২০১৯ সালে প্রদর্শিত হয়।
সেবার আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে প্রদর্শিত হলে অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। আর এতেই শুরু হয় হাস্যরস। যদিও পরে আরেকটি কলা অন্য একটি ফাঁকা জায়গায় লাগিয়ে দেওয়া হয়। আর তাতেই এই শিল্প- কলার জনপ্রিয়তা বাড়তে থাকে। দর্শনার্থীরা ভিড় করে সেলফি তুলতে থাকলে সেলফি–শিকারিদের চাপে প্রদর্শনীর স্থল থেকে পরে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়।
এখানেই কিন্তু ঘটনাটি শেষ হয়ে যায় নি। এরপর এই শিল্প- কলাটির দর উঠে বাজারে। পেরোটিন গ্যালারির দেওয়া তথ্য মতে, সেটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়। তবে যেহেতু কলা পচনশীল তাই শিল্পকর্মে থাকা কলা নিয়মিত পরিবর্তন হয়। এমনকি যে টেপ দিয়ে কলাটি আটকানো হতো সেই টেপটিও পরিবর্তন হয়।








































