ফ্যাশনেবল পোশাকের সঙ্গে এখন চল কালারফুল চুলের। বাইরে বের হলেই চোখে পড়ে লাল, নীল, গোলাপিসহ নানা রঙের রঙিন চুলের মানুষ। তাছাড়া বার্গেন্ডি বা হালকা লাল রঙের চুল তো আছেই। চুল রং করাই কিন্তু শেষ কথা নয়, এই রঙিন চুলের প্রয়োজন বাড়তি যত্নের। না হলে অবনতি ঘটতে পারে চুলের স্বাস্থ্যের।
তাই সঠিক নিয়মে চুলের যত্ন নিলে চুলের রং বজায় থাকবে দীর্ঘদিন। আর চুল থাকবে সুন্দর, সতেজ। যতই রং করুন না কেন, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে না।
চলুন তবে জেনে নেওয়া যাক রঙিন চুলের যত্নে যা করবেন, সে সম্পর্কে।
চুলের রং করার বিষয়টা একটু সময় নিয়েই করুন। প্রথমে চিন্তা করুন কোন ধরনের রং করবেন আর কখন করবেন। মনে রাখবেন চটজলদি রং করার সিদ্ধান্ত নেওয়া আপনার চুলের স্বাস্থ্যের জন্য একেবারই উপযোগী নয়। কেননা, রং করার আগে চুলের যত্ন নিতে হয়। তাই রং করার আগের রাতে চুলে ভালো করে তেল মাখুন।
- সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক। এই সময় চুলে কোনোরকম হিট দেবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি রং করার আগের দিন চুলে কোল্ড প্রেসড নারকেল তেল লাগিয়ে নিতে পারেন। এতে চুলে রং করাও যেমন হবে, তেমনি চুলের সরাসরি সংস্পর্শে কালারও আসবে না।
- চুলের ডাই হিসেবে আপনাকে বেছে নিতে হবে সেই হেয়ার ডাই, যা আপনার চুলের কোনো ক্ষতি করবে না। কেনার আগে অবশ্যই দেখে নেবেন তাতে যেন অ্যামোনিয়া না থাকে।
- রং করার সময় উপযুক্ত ডেভেলপার ব্যবহার করুন। ডেভেলপার হলো একধরনের ক্রিম, যাতে রয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড। এটি চুলে রং ধরে রাখতে সাহায্য করে।
- রং করা হয়ে যাওয়ার পরপরই শ্যাম্পু করবেন না। অন্তত দুদিন অপেক্ষা করে শ্যাম্পু করুন।
- ব্যবহার করুন হেয়ার প্যাক। একটি বাটিতে কলা ভালো করে চটকে নিন। এর মধ্যে অলিভ অয়েল দিন আর একটি স্মুথ পেস্ট তৈরি করুন। এবার দই আর মধু মিশিয়ে নিন। তারপর প্যাকটি চুলে মাখিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার করে ব্যবহার করুন এই প্যাক।