• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বাড়ির যেসব স্থানে জুতো পরা যাবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:২৮ পিএম
বাড়ির যেসব স্থানে জুতো পরা যাবে না

জুতা খুলে কোথাও প্রবেশ করাকে ‘সম্মান’ বলে মানা হয়। আবার পরিষ্কার-পরিচ্ছন্নের জন্য় জুতা নিয়ে প্রবেশ না করার নির্দেশনা থাকে। বাড়িতেও এর ব্যতিক্রম নয়। বাড়ির কিছু স্থানে জুতা নিয়ে প্রবেশ না করাই ভালো। জুতা পরিধান প্রয়োজন হলেও এর যথাযথ ব্যবহার জানতে হবে।

একটি সমীক্ষায় দেখা গেছে, ব্যাকটেরিয়া বাড়িতে স্থানান্তর কীভাবে হয় তা পর্যবেক্ষণ করেন এক স্বেচ্ছাসেবক। পর্যবেক্ষণ দেখা যায়, ৯০  শতাংশের বেশি ব্যাকটেরিয়া মেঝেতে থাকে। যা বাইরের জুতা থেকে নোংরা হয়।

তাই বাড়িতে জুতা পরা একদমই ঠিক নয়। বিশেষ করে বাড়ির কিছু স্থানে তো জুতা না পরাই শ্রেয়। যা অনেকেই জানেন, কিন্তু মানেন না। বাড়ির ভেতরে এসব জায়গায় জুতা পরা যেমন অশোভনীয় তেমনি অস্বাস্থ্যকরও। সেই জায়গাগুলোর বিষয়ে চলুন জেনে নিই।

  • বাইরে থেকে এসেই জুতা বাইরে খুলে ঘরে প্রবেশ করা ভালো। চাইলে ঘরের জন্য় আলাদা চপ্পল ব্যবহার করতে পারেন।
  • খাবারের ঘরে জুতা নিয়ে প্রবেশ ঠিক নয়। বাইরে জুতা বা চপ্পল খুলে এরপর টেবিলে বা মেঝেতে খেতে বসুন।
  • বাড়ির রান্নাঘরে জুতা নিয়ে যাওয়া ঠিক নয়। সেখানে পরিবারের সবার জন্য় খাবারের আয়োজন করা হয়। তাই স্বাস্থ্যকর বিষয়টি মাথায় রেখে সেখানে জুতা না পরাই ভালো।
  • ঘরের প্রার্থনালয়ে জুতো বা চপ্পল নিয়ে প্রবেশ করা যায় না। বিষয়টি মনে রাখবেন। 
  • পরিবারে বড়দের ঘরে ঢোকার সময় জুতো বা চপ্পল বাইরে রেখেই প্রবেশ করুন। এটি ভদ্রটা।
  • বাড়ির বাথরুমে গেলে বাইরের জুতা ব্যবহার করবেন না। বাথরুমের জন্য় আলাদা চপ্পলের ব্যবস্থা রাখুন।
Link copied!