• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

কোরবানির যোগ্য পশু নির্বাচন করুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০৪:৩৫ পিএম
কোরবানির যোগ্য পশু নির্বাচন করুন

কোরবানির জন্য় উত্তম পশু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি দামে অধিক গরু কোরবানি দেওয়ার চেয়ে জরুরি উত্তম পশু কিনে কোরবানির শর্তগুলো পূরণ করা। কৃত্রিম উপায়ে মোটাতাজা করা হয় গরুকে। এতে শারীরিকভাবেও গরুগুলো অসুস্থ হয়। কেনার সময় ভালোভাবে দেখে কোরবানির যোগ্য পশুকে নির্বাচন করতে হবে।

কোরবানির জন্য উপযুক্ত পশুটি কোনটি তা জেনেই হাটে যাবেন। কোরবানির পশুর বাছাইয়ের কিছু শর্ত রয়েছে। এগুলো পরিপূর্ণ হলেই আপনার কোরবানি যথার্থ হবে। কোরবানির জন্য় উপযুক্ত গরু বাছাইয়ে যে বিষয়গুলো খেয়াল রাখবেন_

বয়স যাচাই করুন

গরুর বয়স ন্যূনতম দুই বছর হতে হবে। তবেই এটি কোরবানির জন্য উপযুক্ত হবে। গরুর দাঁত দেখে বয়স যাচাই করে নিন। গরুর নীচের পাটিতে দুধ দাঁত ও সামনে অন্তত দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকলেই বুঝবে এটি কোরবানির উপযুক্ত।

সুস্থতা দেখে নিন

কোরবানির পশুকে শারীরিকভাবে সুস্থ হতে হয়। গরুটি সম্পূর্ণ সুস্থ কিনা দেখে নিন। গরুর শিং ভাঙ্গা, লেজ কাটা কিংবা মুখ, জিহ্বা, শরীর, পা, ক্ষুর, গোড়ালিতে কোন ক্ষত আছে কিনা ভালোভাবে দেখে নিন। তাছাড়া রাসায়নিক ও ওষুধ দেওয়া মোটা তাজা গরু না কেনাই ভালো। এসব গরু শরীরের ভেতর থেকে অসুস্থ হতে পারে।

গর্ভবতী গাভী কিনবেন না

গাভী কোরবানির দেওয়া গেলেও আগে দেখে নিন সে গর্ভবতী কিনা। গর্ভবতী গাভীকে কোরবানি দেওয়া যাবে না। এক্ষেত্রে বিক্রেতার উপর ভরসা না করে নিজেই দেখে নিন। খেয়াল রাখবেন, গর্ভবতী গাভীর পেট ও ওলান স্ফীত থাকে।

Link copied!