• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সমন্বিত ৭ ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ৯ মার্চ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১২:৪৬ পিএম
সমন্বিত ৭ ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ৯ মার্চ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৭ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষা ৯ মার্চ শুরু হবে। এই পরীক্ষা চলবে ১৫ মার্চ পর্যন্ত। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ জন। জব আইডি নম্বর ১০১২০।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে।অবশ্যই মাস্ক পরতে হবে।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি

Link copied!