• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের ফল ঈদের পর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০৩:০৫ পিএম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ : তৃতীয় ধাপের ফল ঈদের পর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল ঈদুল ফিতরের পর প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এ ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ফল প্রকাশের কাজ চলছে। আশা করছি ঈদের পর ফল প্রকাশ করতে পারব আমরা।”

ওই কর্মকর্তা আরও জানান, এপ্রিল মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ঈদের ছুটি শেষে অফিস খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৯ মার্চ সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চাকরি চাই বিভাগের আরো খবর

Link copied!