• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুকে ছড়িয়ে পড়া কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০১:২৭ পিএম
ফেসবুকে ছড়িয়ে পড়া কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া

ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস (কেবিন ক্রু) পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হতে সতর্ক করেছে বিমান বাংলাদেশ।  

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সংবলিত ফ্লাইট স্টুয়ার্ডেস পদের একটি অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে না। 
বিমানের সব নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমানের অফিশিয়াল ওয়েবসাইটে  ও ((www.biman-airlines.bd) প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

Link copied!