নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম : ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি)
পদসংখ্যা : নির্ধাতি নয়
বয়স : ০১ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা :
আর্মি মেডিকেল কোর (এএমসি)- (পুরুষ/মহিলা): সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নের সার্টিফিকেট জমা দিতে হবে)।
আর্মি ডেন্টাল কোর (এডিসি)- (পুরুষ/মহিলা) : সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি এবং ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নের সার্টিফিকেট জমা করতে হবে)।
উচ্চতা : পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট
ওজন : পুরুষ ৫৭ কেজি, নারী ৪৮ কেজি
বুক : পুরুষ স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২, নারী স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০
নাগরিকত্ব : জন্মসূত্রে বাংলাদেশি
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত
আবেদনের নিয়ম : আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি : আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০০ (দুই হাজার) টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা : লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ ২০২৫ মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়েবসাইট এবং এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৬ মার্চ ২০২৫ থেকে ২৪ মার্চ ২০২৫ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসিটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
আইএসএসবি পরীক্ষা : লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চারদিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা : উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা দেওয়া হবে। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ এক বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে।
আবেদনের শেষ সময় : ০৮ ফেব্রুয়ারি ২০২৫
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন...

সূত্র: ইত্তেফাক
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































