• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে শরণার্থী বেড়ে ৬৫ লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৫:৫৬ পিএম
ইউক্রেনে শরণার্থী বেড়ে ৬৫ লাখ

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ৬৫ লাখ নাগরিক বাস্তুহারা হয়েছেন। এরমধ্যে ৩২ লাখ মানুষ দেশ ছেড়েছেন। অনেকেই পাশ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানায়। সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, সিরিয়া যুদ্ধের চেয়ে দ্রুত ইউক্রেনের নাগরিক বাস্তচ্যুত হচ্ছে। যুদ্ধ চলাকালীন প্রথম তিন সপ্তাহে সিরিয়াতেও এত মানুষ বাস্তুহারা হয়নি।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইউক্রেনের ৪ কোটি ৪০ লাখ মানুষ দুর্দশার মধ্যে আছে। এর মধ্যে ১ কোটি ৩০ লাখ নিজ বাড়ি ছেড়ে দেশের মধ্যে ও দেশের বাইরে আশ্রয়ের খোঁজে আছেন।

আইওএম বলছে, “সামরিক হামলায় বিধ্বস্ত অঞ্চলে আনুমানিক ১ কোটি ২০ লাখ ইউক্রেনীয় আটকে আছে। তারা নিরাপত্তার ভয়ে কোনদিকে যেতে পারছে না।”

ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হওয়ার পর ইউএনডিপি এক বিবৃতিতে জানিয়েছিল, যুদ্ধ না থামলে ইউক্রেনের জনসংখ্যার ৯০ শতাংশ চরম দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশটির অগ্রগতি কয়েক দশক পিছিয়ে পড়তে পারে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে দেশটির গত ১৮ বছরের আর্থসামাজিক অগ্রগতি ধ্বংস হয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ইউএনডিপি। বর্তমানে দেশটির জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, যা যুদ্ধ-পরবর্তী সময়ে ৬২ শতাংশে পৌঁছানোর ঝুঁকি আছে।

Link copied!