সুইডেনের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) বিকালে মালম শহরে অবস্থিত ল্যাটিন স্কুলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিহত দুই নারী এই স্কুলে কাজ করতেন। তাদের দুজনের বয়স প্রায় ৫০ বছর। ছুরিকাঘাতকারী ব্যক্তি একই স্কুলের শিক্ষার্থী। তার বয়স ১৮ বছর।
পুলিশ বলছে, ঘটনার সময় শিক্ষার্থী এবং শিক্ষক মিলিয়ে প্রায় ৫০ জন স্কুলে উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে স্কুলে কী ঘটেছিল তা এই মূহুর্তে বলা যাচ্ছে না। তবে সেখানে বন্দুক হামলার কোন খবর পাওয়া যায়নি। সহিংসতার পর দুই নারীকে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।
মালম পুলিশ প্রধান পেট্রা স্টেনকুলা এক বিবৃতিতে বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই ভয়ানক ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। তাদের স্বজন এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা। হত্যাকারী সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।”
জানা গেছে, হামলাকারী ছুরি ও কুঠার নিয়ে হামলা চালিয়েছে। এরপর সে নিজেই জরুরি বিভাগের নাম্বারে ফোন দিয়ে জানান তিনি দুজনকে হত্যা করেছেন।
পরে মালম শহরের পুলিশের জরুরি সেবা কর্মীরা ল্যাটিন স্কুলে পৌঁছানোর পর দুই ব্যক্তিতে আহত অবস্থায় দেখতে পান।