• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শতাধিক শিশুসহ ইউক্রেনে নিহত বেড়ে ৯০২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৮:২৬ পিএম
শতাধিক শিশুসহ ইউক্রেনে নিহত বেড়ে ৯০২

রুশ আগ্রাসনের চতুর্থ সপ্তাহে ইউক্রেনে নিহত বেসামরিকের সংখ্যা নয়শো ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত ইউক্রেনে ৯০২ জন নাগরিক নিহতের তথ্য জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এসব নিহতের মধ্যে অন্তত ১১২ শিশু রয়েছে। যদিও সংঘের মানবাধিকার সংস্থা বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি।

এছাড়া শনিবার ইউক্রেনের মারিউপোল শহরে বেসামরিকদের আশ্রয়দানকারী একটি স্কুল ভবনে বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। অন্তত চারশ মানুষ এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।

মারিউপোল সিটি কাউন্সিল দাবি করছে, বহু শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। রাশিয়ার হামলায় স্কুল ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এতে বহু মানুষ হতাহত হয়। অনেক লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এখনও। যদিও হতাহতের সংখ্যার নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা।

এর আগে বুধবার মারিউপোল শহরের একটি থিয়েটারে হামলা চালায় রাশিয়া। রুশ বাহিনী। এ সময় সেখানে ৮০০ থেকে ১ হাজার ৩০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করা হয়। তবে হতাহতের কোন নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!