• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রুশ হামলায় ইউক্রেনের ক্ষতি ১০ হাজার কোটি ডলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১১:০৮ এএম
রুশ হামলায় ইউক্রেনের ক্ষতি ১০ হাজার কোটি ডলার

রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই হামলা ১৫ দিনে গড়িয়েছে। টানা এই হামলায় ইউক্রেনের অন্তত ১০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ-সম্পত্তির ক্ষতি হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেনকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।    

বৃহস্পতিবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকস আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ওলেগ উস্তেনকো বলেন, “চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো সক্ষমতার চেয়ে কম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ হামলায় ইউক্রেনের রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, নানা ধরনের সরঞ্জাম ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে অন্তত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের। এ ছাড়া ৩৩৫ রুশ ট্যাংক, ১ হাজার ১০৫ সাঁজোয়া যান, ১২৩ কামান, ২৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪৯ যুদ্ধবিমান ও ৮১টি হেলিকপ্টারসহ নানা সামরিক যান ধ্বংস করা হয়েছে।

Link copied!